khagrachari Plus
খাগড়াছড়িসোমবার , ৬ জানুয়ারি ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
০৬ জানুয়ারি ২০২৫, ৫:৫৯ অপরাহ্ণ ৩৮৯ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ি জেলা সদরের চেলাছড়া পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

আজ সোমবার (০৬ জানুয়ারি) সকালে ২০৩ পদাতিক ব্রিগেড সদর দপ্তরের ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। খাগড়াছড়ি রিজিয়নের ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. রাকিবুল ইসলাম চিকিৎসা সেবার উদ্বোধন করেন।

চিকিৎসা শিবিরে ৩ শতাধিক নারী ও পুরুষকে বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান করা হয়। একই সঙ্গে রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

উদ্বোধনকালে লে. কর্নেল মো. রাকিবুল ইসলাম বলেন,

“চেলাছড়া পাড়ার দুর্গম অবস্থার কারণে এখানকার মানুষ চিকিৎসা সেবা নিতে কষ্ট পায়। আমরা এই এলাকাটিকে টার্গেট করেছি যেন স্থানীয়রা বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা সহজে পান।”

khagrachari army free medical service 1তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি অঞ্চলে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজন করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় জনগণ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে এ ধরণের আরও সেবা প্রদানের আহ্বান জানান।

মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর জাবির সোবহান মিয়াদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, ডেপুটি সিভিল সার্জন রতন খীসা, মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডা. মো. আসিফ রুবাইয়াত, গাইনী বিশেষজ্ঞ মেজর ডা. তুর্ফা তুনাজ্জিনা, এবং চেলাছড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

খাগড়াছড়ি নিয়ে আরও…

Khagrachari plus ads