khagrachari Plus
খাগড়াছড়িবুধবার , ১ জানুয়ারি ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব উপলক্ষে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
০১ জানুয়ারি ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ ৪৫৫ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ি জেলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এবারের স্লোগান ছিল, দেশ বদলাই, পৃথিবী বদলাই

বুধবার (১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে আবার কার্যালয়ে ফিরে শেষ হয়। শোভাযাত্রা শেষে পৌরসভার তত্ত্বাবধানে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়।

khagrachari youth festival cleanliness campaign

    সুইসগেইট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, এবং পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা কার্যক্রম সুইসগেইট এলাকা থেকে শুরু হয়, যা ১ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। কার্যক্রম তদারকিতে ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ অন্যান্য কর্মকর্তারা।

পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন,

“তারুণ্যের উৎসবের মূল বার্তা হলো ‘দেশ বদলাই, পৃথিবী বদলাই।’ পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে পৌরসভার প্রতিটি এলাকা থেকে বর্জ্য অপসারণ করা হবে। আমরা স্থানীয়দের অনুরোধ জানাই যেন তারা আবর্জনা নির্ধারিত স্থানে ফেলেন এবং নিজেরাই সচেতন থাকেন।”

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন,

“বর্তমান সরকারের কর্মসূচি তারুণ্যের উৎসবকে ঘিরে আমরা বিভিন্ন মন্ত্রণালয় ও   দপ্তর খাগড়াছড়িতে বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি। খাগড়াছড়ি শহরের নালা-নর্দমা ও বিভিন্ন বর্জ্য অপসারণের মধ্যদিয়ে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে শহরবাসীকে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা তৈরি, শহরকে পরিচ্ছন্ন রাখা যাতে করে এই নগরকে সবাই মিলে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে পারি, এজন্য আমাদের সকলকে এ উদ্যোগের সাথে সামিল হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ উদ্যোগ সফল হবে।”

Khagrachari plus ads