“মাত্রা, নারীর স্বস্তির যাত্রা” স্লোগানে খাগড়াছড়িতে তৃণমূল পর্যায়ের অসহায় ও প্রান্তিক নারীদের আত্মনির্ভরশীল করতে সেলাই মেশিন, শীতবস্ত্র এবং শিক্ষা উপকরণ বিতরণ করেছে “মাত্রা”।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি শহরের পুলিশ লাইন্স স্কুলের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিনামূল্যে ১২টি সেলাই মেশিন, ১০০টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র, চম্পাঘাট শিশু সদনের ৩৫ জন অনাথ শিশুর জন্য সারাবছরের শিক্ষা উপকরণ এবং ৫৩ জন অস্বচ্ছল শিক্ষার্থীর মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাত্রা’র প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীন। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, সমাজকর্মী শাপলা দেবী ত্রিপুরা এবং খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ।
অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীন বলেন,
“পুঁজির অভাবে অনেক দরিদ্র নারী স্বাবলম্বী হতে পারছে না। তাদের পাশে দাঁড়ানো এবং সুযোগ করে দেওয়ার জন্যই আমরা কাজ করছি।”
অতিথিরা মাত্রা’র এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে অভিহিত করেন এবং মানুষের পাশে দাঁড়ানোর মনোভাবকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।