Advertisement
khagrachari Plus
খাগড়াছড়িমঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে সম্প্রীতি কনসার্ট: ঐক্যের বার্তা ছড়ালো পাহাড়ে

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
১০ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ণ ৭৫৭ জন পড়েছেন
Link Copied!

“গোষ্ঠী, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি, সম্প্রীতির খাগড়াছড়ি”—এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে সম্প্রীতির ধারা আরও দৃঢ় করতে কাজ করে যাচ্ছে।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর সম্প্রীতি কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি জোন কমান্ডার লে. আবুল হাসনাত জুয়েল, রিজিয়নের বিএম মেজর সাদাত রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম সোনিয়াসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামরিক-বেসামরিক কর্মকর্তারা এবং গণ্যমান্য ব্যক্তিরা।

হাজারো দর্শকের উপস্থিতিতে সম্প্রীতির বার্তা নিয়ে গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা, জুলিপু মারমা, অতিথি শিল্পীরা, এবং স্থানীয় সংগীত দল অরণ্য ব্যান্ড। এছাড়াও সাংস্কৃতিক ইনস্টিটিউটের নৃত্যশিল্পীসহ বিভিন্ন শিল্পীরা আঞ্চলিক নৃত্য ও সংগীত পরিবেশন করেন।Job circular Khagrachari

অনুষ্ঠানে পার্বত্য অঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির মূলমন্ত্র ধারণ করে পরিবেশিত গান ও নৃত্য দর্শকদের মন জয় করে। খাগড়াছড়িবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এ ধরণের আয়োজন পাহাড়ে সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিচ্ছে।

খাগড়াছড়ি নিয়ে আরও…

Khagrachari plus ads