khagrachari Plus
খাগড়াছড়িসোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
০৯ ডিসেম্বর ২০২৪, ৯:১৮ অপরাহ্ণ ৪০৭ জন পড়েছেন
Link Copied!

সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সচেতন নাগরিক কমিটি’র দিবসটি উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের পৌর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রবিউল ইসলাম এর সঞ্চালনায় ও রাঙামাটি পার্বত্য জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির উপপরিচালক মোঃ জাহিদ কালাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান উপস্থিত ছিলেন৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট জসীম উদ্দীন মজুমদার, মহিলা অধিদপ্তর এর উপপরিচালক সুস্মিতা খীসা সহ

জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে সভায় বক্তারা বলেন,

আমাদের দেশ প্রতিনিয়ত উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। কাজ করে যাচ্ছে অবিরত। বাংলাদেশের উন্নয়নের প্রতিটি ধাপে এই অগ্রযাত্রাকে সর্বদা অব্যাহত রাখতে দূর্নীতি রোধ এর ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করা আবশ্যক। দুর্নীতি প্রতিরোধ করা শুধু আর্থিক অনিয়মই নয়, দায়িত্বের অবহেলাও দুর্নীতি। সেজন্য শুধু মুখেই যেনো দুর্নীতি প্রতিরোধ সীমাবদ্ধ না থাকে, কর্মের মাধ্যমেই হোক প্রতিরোধ।

প্রত্যেককেই দুর্নীতির বিরদ্ধে সোচ্চার হতে হওয়ার আহ্বান জানান বক্তারা।

খাগড়াছড়ি নিয়ে আরও…

Khagrachari plus ads