khagrachari Plus
খাগড়াছড়িশনিবার , ৭ ডিসেম্বর ২০২৪
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে জেলা পরিষদের উদ্যোগে কম্বল ও ক্রীড়া সামগ্রী বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
০৭ ডিসেম্বর ২০২৪, ৯:২১ অপরাহ্ণ ১৯৮ জন পড়েছেন
Link Copied!

বাংলার ছয় ঋতুর আবহে শীতকাল একটি উল্লেখযোগ্য অধ্যায়। হিমেল হাওয়া ও কুয়াশার চাদরে মোড়ানো এই ঋতুতে খাগড়াছড়ি পার্বত্য জেলায় শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। হেমন্ত শেষে পাহাড়ি অঞ্চলের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠী প্রচণ্ড শীতে কষ্ট পাচ্ছে। তাদের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ

আজ শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে গোলাবাড়ী ইউনিয়নের ঠাকুরছড়া ও আশেপাশের এলাকায় অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

শুধু শীতার্তদের সাহায্য নয়, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন ধরণের ক্রীড়া সামগ্রী, যেমন ব্যাডমিন্টন ও ভলিবল বিতরণ করা হয়। এ সময় চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা স্থানীয় একটি লাইব্রেরি পরিদর্শন করেন এবং সমাজের উন্নয়নে যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য রাম কুমার ত্রিপুরা এবং ঠাকুরছড়া এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

খাগড়াছড়ি নিয়ে আরও…

Khagrachari plus ads