khagrachari Plus
খাগড়াছড়িশুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে জেলা পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ণ ২৭২ জন পড়েছেন
Link Copied!

শীতের প্রকোপে সারাদেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলাও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত। বিশেষ করে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষদের জীবনযাত্রা চরম দুর্ভোগে পড়েছে। রাতের তীব্র ঠাণ্ডা বাতাস এবং শীতের প্রকোপে বৃদ্ধ ও শিশুরা অসহায় হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি সদর ইউনিয়নের গামারীঢালা এলাকায় জেলা পরিষদের উদ্যোগে শতাধিক অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি বলেন, “খাগড়াছড়ির মানুষের কষ্ট লাঘবে জেলা পরিষদ সবসময় পাশে থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, সদস্য মো. মাহবুব আলমসহ গামারীঢালা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

শীতার্তদের দুর্দশা:

শীত নিবারণের জন্য অনেক পরিবারের কাছে প্রয়োজনীয় উষ্ণ কাপড় নেই। বিশেষ করে গ্রামাঞ্চলের দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

এই শীতবস্ত্র তথা কম্বল বিতরণ উদ্যোগটি তাদের জন্য আশীর্বাদস্বরূপ।

খাগড়াছড়ি নিয়ে আরও…

Khagrachari plus ads