khagrachari Plus
খাগড়াছড়িবুধবার , ১৩ নভেম্বর ২০২৪
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক সভা: তরুণদের দক্ষতা ও উন্নয়নের গুরুত্ব

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
১৩ নভেম্বর ২০২৪, ৭:৩৮ অপরাহ্ণ ২০২ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়িতে জেলা তথ্য অফিসের উদ্যোগে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সরাফত হোসেন। সভাটি সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন।

মতবিনিময় সভার শুরুতে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদর্শিত হয়, যেখানে তরুণদের ভূমিকা এবং ভবিষ্যতে তাদের কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, আজকের তরুণরা বাংলাদেশের উন্নয়নের মূল শক্তি এবং তাদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

তারা আরও বলেন, বাংলাদেশের বর্তমান জনসংখ্যার বিশাল অংশ তরুণ এবং যুব। এই সময়ে আমরা যে ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ (Demographic Dividend) উপভোগ করছি, তা আরও কার্যকরভাবে কাজে লাগানোর জন্য তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত জরুরি। এজন্য চতুর্থ শিল্প বিপ্লব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence, AI) সম্পর্কিত ধারণা এবং প্রযুক্তির ব্যবহার শেখানো প্রয়োজন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিশ্বায়নের যুগে তরুণদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করা জরুরি। বিশেষত, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, এবং অন্যান্য আধুনিক ক্ষেত্রের প্রতি তাদের আগ্রহ এবং দক্ষতা বৃদ্ধি করা হলে তারা বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

এ সময় খাগড়াছড়ি সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আতিকুর রহমান, ছাত্র প্রতিনিধি শ্রেষ্ঠ দাশ ও খাদিজা আক্তার বক্তব্য রাখেন। তারা তরুণদের উন্নয়ন ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

এছাড়াও খাগড়াছড়ি সরকারি কলেজের অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা সকলেই তরুণদের জন্য একটি সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সভা তরুণদের একটি শক্তিশালী নেতৃত্ব গড়ে তোলার উদ্দেশ্যেই অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তরুণদের মধ্যে প্রযুক্তিগত দক্ষতা এবং উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি তৈরি করার ওপর গুরুত্ব দেয়া হয়।

 

আরও পড়ুন…

Khagrachari plus ads