khagrachari Plus
খাগড়াছড়িবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও পুনর্বাসন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
৩০ অক্টোবর ২০২৪, ১১:০৩ অপরাহ্ণ ৩০১ জন পড়েছেন
Link Copied!

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও পুনর্বাসনের জন্য ঘরের টিন, ছাগল, সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ করেছে খাগড়াছড়ি সদর সেনা জোন।

বুধবার(৩০অক্টোবর) সকালে খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে সদর জোন মাঠে অসহায়, দরিদ্র ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২২৫ পরিবারের মাঝে ১৫ লক্ষ ৬ হাজার টাকার আর্থিক অনুদান, ঘরের টিন, ছাগল, সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ করা হয়।

সেনাবাহিনীর এই উদ্যোগে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার পাশাপাশি পুনর্বাসনের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়। এতে রয়েছে ঘরের টিন, যা বন্যার ফলে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মেরামতে সহায়তা করবে। তদ্ব্যতীত, বিতরণকৃত ছাগলগুলো উপার্জনের নতুন পথ তৈরিতে সাহায্য করবে। স্থানীয় নারীদের জন্য সেলাই মেশিনও দেওয়া হয়েছে, যা তাদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে সহায়ক হবে। এছাড়া, নিরাপদ পানীয় জল সরবরাহের জন্য টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল। আর্থিক অনুদান বিতরণকালে জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল বলেন, ভারী বর্ষণে জলাবদ্ধতা ও ভূমিধ্বসের কারণে খাগড়াছড়ি জোনের আওতাধীন চেঙ্গী নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় বন্যায় প্লাবিত হয়ে ঘরবাড়ি ফসলাদি গবাদি পশু বিভিন্ন আসবাবপত্রের ক্ষতি হয়। সেসময় খাগড়াছড়ি জোন কর্তৃক অভিযান পরিচালনা করে বন্যার্তদের সহায়তায় যথাযথ ভূমিকা পালন করা হয়। প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাগড়াছড়ি জোন কর্তৃক আর্থিক সহায়তা এবং পুনর্বাসনের জন্য আজ ঘরের টিন, ছাগল, সেলাই মেশিন ও টিউবওয়েল প্রদানের জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন হিসেবে খাগড়াছড়ি জোন কর্তৃক ধর্ম-বর্ণ-নির্বিশেষে এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি ।

 

পার্বত্য চট্টগ্রাম নিয়ে আরও পড়ুন…

Khagrachari plus ads