বর্ণিল আয়োজনে সদর দপ্তর ২০৩ পদাতিক ব্রিগেড এবং খাগড়াছড়ি রিজিয়নের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) খাগড়াছড়ি সেনানিবাস অডিটরিয়ামে ২০৩ পদাতিক ব্রিগেড এবং খাগড়াছড়ি রিজিয়নের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার লেঃ জেনারেল মোঃ মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি, জিওসি।
প্রধান অতিথি কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর প্রেক্ষাপটে তিনি খাগড়াছড়ি রিজিয়ন ও ২০৩ পদাতিক ব্রিগেডের ঐতিহ্য ও কৃতিত্বের স্বীকৃতি দিয়ে পার্বত্য অঞ্চলে শান্তি, উন্নয়ন এবং সমন্বিত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব সহকারে উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, বিজিবি খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার , খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, মং সার্কেল চীফ সাচিং প্রু চৌধুরীসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও জনপ্রতিনিধিসহ আরও অনেকে।