khagrachari Plus
খাগড়াছড়িশনিবার , ৪ অক্টোবর ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে পার্বত্য জেলা পরিষদ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
০৪ অক্টোবর ২০২৫, ৪:০০ অপরাহ্ণ ৫২ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ি সদর উপজেলায় সাম্প্রতিক সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে পার্বত্য জেলা পরিষদ। শনিবার (৪ অক্টোবর) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবার ও ব্যবসায়ীর হাতে নগদ ১০ হাজার টাকা এবং এক বস্তা করে চাল তুলে দেন।

চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন,

“সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রাথমিকভাবে অর্থ ও খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করছি। পার্বত্য জেলা পরিষদ অতীতেও মানুষের সংকটে পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আশা করি, সবাই দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।”

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর মো. আব্দুল লতিফ, প্রশান্ত কুমার ত্রিপুরা, নিটোল মনি চাকমা, বঙ্গমিত্র চাকমা, সাথোয়াই মারমা ও কংজপ্রু মারমা। এছাড়া খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক সহিংসতায় সদর উপজেলা ও স্বনির্ভর বাজার এলাকায় বহু ব্যবসায়ী ও পরিবার ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে জীবিকা হারানো এসব মানুষকে পুনর্বাসনের পথে জেলা পরিষদের এ সহায়তা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা স্থানীয়দের।

Khagrachari plus ads