khagrachari Plus
খাগড়াছড়িশনিবার , ৩০ আগস্ট ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে মায়ের বালিশচাপায় দুই বছরের শিশুপুত্রের মৃত্যু

আরিফুল ইসলাম মহিন
৩০ আগস্ট ২০২৫, ১২:৫১ অপরাহ্ণ ৩৯২ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ি জেলা সদরের শান্তিনগর এলাকায় নিজ ঘরে দুই বছরের শিশু মো. তহিদুল আলম আভানকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে তার মা সাবিনা ইয়াসমিন বানী (২৮)।

শনিবার (৩০ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় শিশুটির মা সাবিনা ইয়াসমিন বানী (২৮) নিজেই বাড়িওয়ালাকে বিষয়টি জানান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে শিশুটিকে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটক সাবিনা ইয়াসমিন মানসিকভাবে অসুস্থ বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায় নিহত আভানের বাবা মো. মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ঘটনার সময় তিনি কর্মসূত্রে পানছড়িতে অবস্থান করছিলেন। তাদের সংসারে এক কন্যা (৪) ও এক পুত্র (২) সন্তান রয়েছে।

মাত্র দুই বছরের নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

Khagrachari plus ads