“শিক্ষিত ও দক্ষ যুব, আগামীর ভরসা”- এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, সদর আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার ২নং প্রকল্প গাছবান উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন শাখার সভাপতি মনিন্দ্র ত্রিপুরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ধনেশ্বর ত্রিপুরা এবং উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কমল বিকাশ ত্রিপুরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা (লায়ন), স্থানীয় কার্বারী পূর্ণ ভূষণ ত্রিপুরা, অ্যাডভোকেট ভিক্টর ত্রিপুরা, ইউপি সদস্যা বেনুকা ত্রিপুরা ও সদর আঞ্চলিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ ত্রিপুরাসহ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে ফলেন ময় ত্রিপুরা সভাপতি, খলেন জ্যোতি ত্রিপুরা সাধারণ সম্পাদক এবং সোহাগ ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে ত্রিপুরা যুব কল্যাণ সংসদের নেতারা জানান, সংগঠনটি আগামী দিনে শিক্ষিত, দক্ষ ও ঐক্যবদ্ধ যুব সমাজ গঠনে এবং উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে কাজ করবে।