পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে জেলা শহরের সেলিম ট্রেড সেন্টারের হলরুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. আবু তাহের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. এস এম মাসুম রানা।
বক্তারা অনুষ্ঠানে দেশপ্রেম, সম্প্রীতি ও উন্নয়নের বার্তা জানান। তারা বলেন, “ভেদাভেদ ভুলে পার্বত্য চট্টগ্রামকে শান্তি ও সমৃদ্ধির মডেল হিসেবে গড়ে তুলতে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। পিসিএনপি কোনো বিভাজনের রাজনীতি নয়, এটি দেশপ্রেমিক নাগরিকদের মিলনমেলা।”
আলোচনা শেষে নবনির্বাচিত ৭১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান ইঞ্জিনিয়ার মুহাম্মদ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মো. এস এম মাসুম রানা ও সাংগঠনিক সম্পাদক মো. মোকতাদের হোসেন। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক এবং বিভিন্ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ নিয়োগ করা হয়।
সাবেক মেয়র ও পিসিএনপি কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর কবির প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আব্দুল হামিদ রানা, রাঙ্গামাটি জেলা সভাপতি মো. সোলায়মান, বাঘাইছড়ির সাবেক ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুমসহ আরও অনেকেই।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতারা অঙ্গীকার করেন,
“আমরা পার্বত্য চট্টগ্রামের প্রতিটি মানুষকে ঐক্য, শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে নিতে একযোগে কাজ করবো। নাগরিক সমাজের অংশ হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করাই আমাদের মূল লক্ষ্য।”