Advertisement
khagrachari Plus
খাগড়াছড়িবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতিবিরোধী বিতর্কে নতুন কুঁড়ির জয়, ক্যান্টনমেন্ট পাবলিক রানার্সআপ

আরিফুল ইসলাম মহিন
১৪ আগস্ট ২০২৫, ৫:০৪ অপরাহ্ণ ১১৮ জন পড়েছেন
Link Copied!

“দুর্নীতিবিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে, নতুন সূর্যশিখা জ্বলবেই” – এই প্রেরণাদায়ী প্রতিপাদ্যকে ধারণ করে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চা ও দুর্নীতিবিরোধী মানসিকতা জাগ্রত করাই ছিল আয়োজনের লক্ষ্য।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রাঙামাটির সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, জেলা তথ্য অফিসার বেলায়তে হোসেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং দুদকের উপ-সহকারী পরিচালক সরোয়ার হোসেন।

প্রতিযোগিতার মডারেটর ছিলেন খাগড়াছড়ি সরকারি কলেজের সহকারী অধ্যাপক বাসুদেব বিশ্বাস। বিচারকের দায়িত্ব পালন করেন দিঘীনালা কলেজের প্রভাষক দুলাল হোসেন ও খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম।

চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় খাগড়াছড়ি নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল এবং খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। উত্তেজনাপূর্ণ যুক্তি-তর্কের লড়াই শেষে বিজয়ের মুকুট পরে নেয় খাগড়াছড়ি নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল। ব্যক্তিগত পারফরম্যান্সে সেরা বক্তার সম্মান অর্জন করেন মণি কণিকা খীসা, যিনি তাঁর যুক্তি, আত্মবিশ্বাস ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে সবার মন জয় করেন।Mani Kanika Khisa won the best speaker award.

শেষে খাগড়াছড়ির মোট ৮টি বিদ্যালয়ের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Khagrachari plus ads