গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এবং দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
খাগড়াছড়ি প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সমীর মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি তরুণ ভট্টাচার্য, সহ-সভাপতি জহরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সহ-সভাপতি কানন আচার্য, সহ-সাধারণ সম্পাদক বিপ্লব তালুকদার, অর্থ সম্পাদক নুরুচ্ছাফা মানিক, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক এম মহসিন মিয়া, পানছড়ি প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ইলিয়াস, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম মহিনসহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একজন সাংবাদিককে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য এক ভয়াবহ হুমকি। তারা দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানান।
বক্তারা আরও সতর্ক করে বলেন, সাংবাদিক হত্যা বন্ধে এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় সারা দেশের সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।