khagrachari Plus
খাগড়াছড়িবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদাতা নিবন্ধন কর্মসূচি সম্পন্ন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
৩১ জুলাই ২০২৫, ১০:৩০ অপরাহ্ণ ২৭৪ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ির শাপলা চত্বরের নিকটস্থ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদাতা অন্তর্ভুক্তিকরণ কর্মসূচি। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে ‘খাগড়াছড়ি প্লাস’, সহযোগিতায় ছিল খাগড়াছড়ি মেডিকেল সেন্টার।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়াও প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছায় রক্তদাতা নিবন্ধন করেন “খাগড়াছড়ি প্লাস” অ্যাপে, যা এলাকার জরুরি স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

এ সময় শহরের ইজিবাইক, সিএনজি, মাহিন্দ্রা ও পিক-আপ চালকদের নাম অ্যাপর ‘গুরুত্বপূর্ণ সেবা’ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রী বা সাধারণ মানুষ এই তথ্য ব্যবহার করে সহজেই চালকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্লাস অ্যাপের প্রতিষ্ঠাতা হাছানুল করিম, খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের ম্যানেজার সাইদুর রহমান, খাগড়াছড়ি ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল ইসলাম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মীবৃন্দ।

খাগড়াছড়ি প্লাস কর্তৃপক্ষ জানায়, “কারও রক্তের প্রয়োজন হলে খুব সহজে খাগড়াছড়ি প্লাস অ্যাপ ব্যবহার করে রক্তদাতা খুঁজে নিতে পারবে। জেলার সাধারণ জনগণ ঘরে বসে যেন প্রয়োজনীয় বিভিন্ন সেবা গ্রহণ করতে পারে সে লক্ষ্যেই কাজ করে চলেছে খাগড়াছড়ি প্লাস। ভবিষ্যতেও এমন জনসচেতনতামূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, “খাগড়াছড়ি প্লাস” একটি জেলাভিত্তিক ডাইনামিক অ্যাপস যা স্বাস্থ্য, জরুরি সেবা, পরিবহন, চাকরি ও নাগরিক সেবায় তথ্য ও সমাধান দিতে কাজ করছে।

Khagrachari plus ads