khagrachari Plus
খাগড়াছড়িরবিবার , ২৭ জুলাই ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

গুলিবিদ্ধ হামিদুল সরকারের চিকিৎসায় সহায়তা দিল খাগড়াছড়ি প্রেসক্লাব

নিজস্ব প্রতিনিধি
২৭ জুলাই ২০২৫, ৩:১৬ অপরাহ্ণ ১৫৩ জন পড়েছেন
Link Copied!

গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত খাগড়াছড়ির হামিদুল সরকারের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি প্রেসক্লাব।

রবিবার (২৭ জুলাই) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে হামিদুল সরকারের চিকিৎসা ব্যয়ের জন্য ২০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। তার পক্ষে এই অনুদান গ্রহণ করেন খাগড়াছড়ি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহিদ হাসান।

জানা গেছে, হামিদুল সরকার খাগড়াছড়ি জেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ভ্যানচালক। গত বছরের ১৯ জুলাই তিনি ঢাকার বাড্ডা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তলপেটে গুরুতর আহত হন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ. এম. প্রফুল্ল, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খাগড়াছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ হামিদুল সরকারের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পাশে থাকার আশ্বাস দেন।

Khagrachari plus ads