Advertisement
khagrachari Plus
খাগড়াছড়িশুক্রবার , ৯ মে ২০২৫
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

৯ম বর্ষে কেবিডিএ | খাগড়াছড়ির প্রথম অনলাইনভিত্তিক রক্তদাতা সংগঠন

নিজস্ব প্রতিনিধি
০৯ মে ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ ৩৬০ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়িতে সর্বপ্রথম অনলাইনভিত্তিক রক্তদাতা সংগঠন ‘খাগড়াছড়ি ব্লাড ডোনারস এসোসিয়েশন (কেবিডিএ)’ আজ ৯ম বর্ষে পা রেখেছে। “মোঁদের রক্তে বাঁচুক প্রাণ, রক্তই হোক ভালোবাসার দান” এই মানবিক স্লোগানকে ধারণ করে ২০১৭ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি আজ জেলার মানুষের কাছে একটি নির্ভরযোগ্য নাম।

আজ শুক্রবার (০৯ মে) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয় দিনটি। ব্যতিক্রমী এই আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে মোট ১৮ জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

কেবিডিএ’র সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবিডিএ’র প্রধান উপদেষ্টা রাশেদুল হক, প্রতিষ্ঠাতা সভাপতি হাছানুল করিম, সাবেক সভাপতি আরিফ ইসলাম, সাধারণ সম্পাদক এনাম উদ্দিন। আয়োজনে সঞ্চালক হিসেবে ছিলেন কামরুল হাসান।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা রাশেদুল হক সংগঠনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন,

“খাগড়াছড়ির বুকে কেবিডিএ’র কার্যক্রম ভুয়সী প্রশংসার দাবিদার। আমরা চাই এমন স্বেচ্ছাসেবী সংগঠন আরও বৃদ্ধি পাক। কারণ এই ধরনের সংগঠন যত বাড়বে, জেলার সাধারণ মানুষ তত বেশি উপকৃত হবেন।”

khagrachari blood donors association 8th anniversary 1

খাগড়াছড়ি ব্লাড ডোনারস এসোসিয়েশনের ৮ম বর্ষপূর্তি উদযাপন ও শিক্ষার্থীদের উপহার বিতরণ

প্রতিষ্ঠাতা সভাপতি হাছানুল করিম বলেন,

“রাঙামাটির পাহাড়ধ্বস থেকে শুরু করে খাগড়াছড়ির বন্যায় সহযোগিতা, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো, করোনাকালে ত্রাণ বিতরণসহ বহু সামাজিক কাজ করে এসেছে কেবিডিএ। তরুণ প্রজন্ম যখন সামাজিক কাজে যুক্ত হয়, তখন তারা যেমন শেখে, তেমনি সমাজও উপকৃত হয়।”

অনুষ্ঠানে কেক কেটে ৮ম বর্ষপূর্তি আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়।

উল্লেখ্য, ‘খাগড়াছড়ি ব্লাড ডোনারস এসোসিয়েশন’ ২০১৭ সালের এই দিনে গঠন করা হয়। শুরুতে রক্ত সংকটে ভোগা রোগীদের জন্য কাজ করলেও ধীরে ধীরে সংগঠনটি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়ে। বর্তমানে এটি জেলার বিভিন্ন এলাকায় রক্তদানের পাশাপাশি মানবিক সহায়তায়ও কার্যকর ভূমিকা রেখে চলেছে।

Khagrachari plus ads