khagrachari Plus
খাগড়াছড়িশুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ির পাঁচ গ্রামের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৯:২৯ অপরাহ্ণ ৪৬২ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ির পাঁচটি গ্রামের অসচ্ছল ও তৃণমূল পর্যায়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতায় এবং চট্টগ্রাম কর অঞ্চলের উপ-কর কমিশনার পাইম্রাউ চৌধুরীর উদ্যোগে এ চিকিৎসা শিবির আয়োজন করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হামরনাই বন্থা ও ঠাকুরছড়া জাগরণ পাঠাগার।

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সুশীলা ত্রিপুরা বলেন,

“আমি গলা ব্যথার জন্য চিকিৎসা নিতে এসেছিলাম। বিনামূল্যে চিকিৎসা পেয়েছি, খুব ভালো লাগছে।”

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ডিজিএম মো. ফরিদুল ইসলাম বলেন,

“প্রান্তিক অঞ্চলের মানুষের জন্য চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। সরকারের পাশাপাশি আমাদেরও দায়িত্ব রয়েছে দেশের মানুষের সেবায় কাজ করা।”

বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর দেওয়ান বলেন,

“পার্বত্য অঞ্চলের অধিকাংশ মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করে। তারা শহরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না। তাই আমরা বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি।”

হামরনাই বন্থার সভাপতি দেবাশীষ রোয়াজা বলেন,

“পার্বত্য অঞ্চলের মানুষদের আর্থিক অবস্থাও ভালো নয়, তারা অনেকটাই স্বাস্থ্য সচেতনতার বাইরে। তাই চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও কর অঞ্চলের উপ-কর কমিশনার পাইম্রাউ চৌধুরীর সহযোগিতায় এই উদ্যোগ নিয়েছি। মানুষের সেবা করতে পেরে ভালো লাগছে।”

উদ্যোগ গ্রহণকারী উপ-কর কমিশনার পাইম্রাউ চৌধুরী বলেন,

“তৃণমূল পর্যায়ের মানুষরা আর্থিক অনটন ও অসচেতনতার কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে পারে না। আমরা চাই, তারা যেন বিনামূল্যে চিকিৎসা সেবা পান। আমাদের মানবিক ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এদিন নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. জি এম মারুফ, সার্জারি বিশেষজ্ঞ ডা. তুহির চৌধুরী, শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাদা ফারহান, ডা. তাহমিনা ইয়াসমিন, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সাইমা জাহানসহ একদল বিশেষজ্ঞ চিকিৎসক পাঁচটি গ্রামের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

খাগড়াছড়ি নিয়ে আরও…

Khagrachari plus ads