খাগড়াছড়ির রামগড়ে মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদ ও বিক্রির অপরাধে এক ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ৪ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে রামগড় পৌরসভার সোনাইপুল বাজারের “জননী মেডিকেল হল”-এ এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম।
অভিযান চলাকালে দেখা যায়, ফার্মেসির অধিকাংশ ঔষধের মেয়াদ শেষ হয়ে গেছে বহু বছর আগে। বেশ কিছু ঔষধের মেয়াদ ২০২০, ২০২২ ও ২০২৩ সালে শেষ হলেও সেগুলো এখনো মজুদ ছিল। এমনকি কয়েকটি ঔষধের মেয়াদ ২০১৮ সালেই শেষ হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম জানান, জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় বা মজুদ রাখার কোনো সুযোগ নেই। এ অপরাধে জননী মেডিকেল হলের স্বত্তাধিকারী মোঃ নুর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ঔষধ ধ্বংসের ব্যবস্থা নেওয়া হবে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত ঔষধের বাজারমূল্য আনুমানিক ৪ লাখ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, জনস্বার্থে রামগড় উপজেলায় যেকোনো সময় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হবে এবং এ বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।