খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৮নং ওয়ার্ডের বলিটিলা এলাকায় কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে মো. সামছুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩” অনুযায়ী এ অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন। অভিযুক্ত সামছুল হকের পিতা জয়নাল আবেদিন।
প্রশাসনের সূত্রে জানা গেছে, সামছুল হক দীর্ঘদিন ধরে বলিটিলা এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে আসছিলেন। এতে স্থানীয় পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য নষ্ট হওয়া ছাড়াও কৃষিকাজ ব্যাহত হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দেন তারা।
অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থানীয়দের সতর্ক করে বলেন, “ফসলি জমির অপব্যবহার ও পরিবেশের ক্ষতি রোধে সবাইকে আরও সচেতন হতে হবে। যেকোনো অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
প্রশাসনের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের কৃষিজমির যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।