khagrachari Plus
খাগড়াছড়িসোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম

আরিফুল ইসলাম মহিন
৩০ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ণ ৩৯১ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টায় পানছড়ি উপজেলা শাখার অফিস কক্ষে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। দারিদ্র্য সীমার নিচে বসবাস করা স্থানীয় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখার সভাপতি মোঃ জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সেক্রেটারি হাফেজ মো: নুরুজ্জামান, বাইতুল মাল সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক আবুল কাশেমসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,

“এই শীতে অসহায় মানুষরা চরম কষ্টে দিন কাটাচ্ছে। সকলের উচিৎ তাদের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও এ ধরণের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

Khagrachari plus ads