খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম রেজামণি পাড়া ও কারিগরপাড়ার বাসিন্দাদের মুখে এবার ফুটলো স্বস্তির হাসি। বহুদিন ধরে ঝিরি ও কূপ থেকে পানি সংগ্রহ করে জীবনধারণ করা এই পাহাড়ি জনগোষ্ঠী এখন ঘরে বসেই পাচ্ছেন বিশুদ্ধ পানি। সেনাপ্রধানের বিশেষ উদ্যোগে সৌরবিদ্যুৎচালিত টেকসই পানি প্রকল্প বাস্তবায়নের ফলে সম্ভব হয়েছে এই পরিবর্তন।
২০২৫ সালের ২৯ মার্চ সেনাপ্রধান রেজামণি পাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনে এসে এলাকাবাসীর দীর্ঘদিনের পানির সংকটের কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী এ প্রকল্প হাতে নেয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মোঃ খাদেমুল ইসলাম, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার বলেন,
“বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে শুধু নিরাপত্তা নিশ্চিত করছে না, বরং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাপ্রধান তার চাকরি জীবনের শুরুর সময়কার স্মৃতির টানে এখানকার মানুষের কষ্টের প্রতি বিশেষ মনোযোগ দিয়েছেন। তার নির্দেশেই বিশুদ্ধ পানির এই ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে।”
প্রকল্পের মাধ্যমে রেজামণি ও কারিগরপাড়ার প্রায় ১২০ পরিবার উপকৃত হবে। স্থানীয়রা বলেন,
“আগে ঝিরি বা কূপ থেকে পানি আনতে অনেক কষ্ট হতো। এখন ঘরে বসেই বিশুদ্ধ পানি পাচ্ছি। এজন্য আমরা সেনাপ্রধান ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ।”
উল্লেখ্য, সেনাপ্রধান চাকরি জীবনের শুরুতে রেজামণি পাড়া ক্যাম্পে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই স্মৃতি থেকে প্রেরণা নিয়েই তিনি এ প্রকল্প গ্রহণ করেন।
সেনাবাহিনীর এই উদ্যোগ পাহাড়ি এলাকায় উন্নয়ন কার্যক্রমের উজ্জ্বল উদাহরণ হিসেবে থাকবে এবং মানুষের জীবনযাত্রায় স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনবে।