khagrachari Plus
খাগড়াছড়িশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

আরিফুল ইসলাম মহিন
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ণ ২৪৮ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমা নগর এলাকায় নিয়মিত টহল অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোন। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে নায়েব সুবেদার তুষার হোসেনের নেতৃত্বে বিজিবির টহল দল এ অভিযান চালায়।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ৬০ ঘনফুট সেগুনের গোলকাঠ উদ্ধার করা হয়। তবে কাঠ পরিবহনের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী এলাকা থেকে কাঠগুলো অবৈধভাবে আনা হয়েছিল।

অভিযানে উদ্ধারকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজিবির লোগাং জোন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও বনজ সম্পদ পাচার রোধে বিজিবি নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। স্থানীয় জনগণের সহায়তা নিয়ে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

Khagrachari plus ads