khagrachari Plus
খাগড়াছড়িবুধবার , ২৭ আগস্ট ২০২৫
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে অসহায় মানুষের পাশে বিজিবি

আরিফুল ইসলাম মহিন
২৭ আগস্ট ২০২৫, ৪:১৯ অপরাহ্ণ ৫৫ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সুবিধাবঞ্চিত পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লোগাং জোন। বুধবার (২৭ আগস্ট) সকালে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে পানছড়ি ব্যাটালিয়নের সদর দপ্তরে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম। তিনি নিজ হাতে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ আর্থিক অনুদান, নির্মাণ সামগ্রী, সেলাই মেশিনসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন এবং প্রত্যেকের খোঁজখবর নেন।

এ সময় জানানো হয়, মোট ৯ জনকে ৩১ হাজার টাকা নগদ অর্থ, ১৪ জনকে ১৯ বান টিন, ৫ জনকে ৫টি সেলাই মেশিন এবং দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চেয়ার, হোয়াইট বোর্ড ও টেবিল প্রদান করা হয়েছে। এসব সহায়তার আর্থিক মূল্য প্রায় এক লাখ ৮৪ হাজার ৮০০ টাকা।

অনুষ্ঠানে জোন অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে। শান্তি ও সম্প্রীতি রক্ষার ধারাবাহিকতায় এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়রা মনে করছেন, বিজিবির এই সহায়তা পাহাড়ি দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাবে এবং শিক্ষাক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে।

Khagrachari plus ads