Advertisement
khagrachari Plus
খাগড়াছড়িরবিবার , ২৪ আগস্ট ২০২৫
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

পানছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক, মামলা প্রক্রিয়াধীন

আরিফুল ইসলাম মহিন
২৪ আগস্ট ২০২৫, ৯:৩৬ অপরাহ্ণ ৪৯ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধীন কচুছড়ি মুখ বিওপির নিয়মিত টহলের সময় এই অভিযান পরিচালিত হয়। বিওপির কমান্ডার হাবিলদার মোঃ শাহ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক কামিনী কুমার ত্রিপুরা (৩২) কে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইশ্যাবাড়ী এলাকার শ্রী কেম্পিজি ত্রিপুরার সন্তান।

আটক ব্যক্তিকে পরবর্তীতে পানছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দীন জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Khagrachari plus ads