পানছড়ি উপজেলার সাবজোন (৩০ বীর আওতাধীন) মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় ও দুস্থ পাহাড়ি -বাঙালি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টায় পানছড়ি সাবজোনের এমটি গ্যারেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম স্বয়ং উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
এই কর্মসূচির আওতায় ৪০ জন অসহায়-দুস্থ মানুষের মাঝে চাল ৫ কেজি, চিনি ১ কেজি, ডাল ১ কেজি, ছোলা ১ কেজি এবং আটা ২ কেজি করে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার উদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মির্জা মোস্তাফিজুর রহমান (ক্যাস্প জেসিও) এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ত্রাণপ্রাপ্ত উপকারভোগীরা জানান, এই সহায়তা তাদের জন্য অনেক সহায়ক হিসেবে ভূমিকা রাখবে। তারা পানছড়ি সাবজোনের এ উদ্যোগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।