khagrachari Plus
খাগড়াছড়িশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

মহালছড়িতে বাংলাদেশ স্কাউটসের ৪২৬তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

শফিক ইসলাম
২২ আগস্ট ২০২৫, ৪:৪১ অপরাহ্ণ ১২৩ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ৪২৬তম স্কাউট বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স। শুক্রবার (২২ আগস্ট) মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান এর সভাপতিত্বে সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সহকারী কমিশনার শিপন আক্তার। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব এবং বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের কমিশনার প্রফেসর ড. একেএম সামছ উদ্দিন আজাদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়) প্রকল্প পরিচালক মো. রুহুল আমিন, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম আঞ্চলিক সম্পাদক এসএম শাহনেওয়াজ আলী মির্জা, আঞ্চলিক পরিচালক মো. ফারুক আহাম্মদ এবং মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, নেতৃত্ব এবং মানবিক গুণাবলি বিকাশে স্কাউটিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কাউটিং শুধু শৃঙ্খলাই নয়, নৈতিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমেরও শিক্ষা দেয়।

তারা আরও বলেন, গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে স্কাউট কার্যক্রম বিস্তৃত করতে হবে, যাতে আগামী প্রজন্ম প্রযুক্তি ও শিক্ষার পাশাপাশি দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিকতায় সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে পারে।

Khagrachari plus ads