khagrachari Plus
খাগড়াছড়িসোমবার , ২৮ এপ্রিল ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খামারে কুকুরের তাণ্ডব | মহালছড়ির তরুণ উদ্যোক্তার সর্বনাশ

শফিক ইসলাম
২৮ এপ্রিল ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ ৩৭৮ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বেওয়ারিশ কুকুরের উৎপাতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। মানুষের পাশাপাশি গবাদি পশু ও খামারের প্রাণীর ওপরও আক্রমণ চালাচ্ছে এসব কুকুর।

আজ সোমবার (২৮ এপ্রিল) উপজেলার চৌংড়াছড়ি মুখ এলাকায় তরুণ উদ্যোক্তা মোহাম্মদ রফিকুল ইসলামের খামারে টাইগার জাতের বিদেশি মুরগির ওপর সংঘবদ্ধভাবে হামলা চালায় কুকুরের একটি দল। এতে প্রায় ৪০টির বেশি মুরগি মারা যায়, ফলে প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হন তিনি।

ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা মোঃ রফিক জানান, পরিবারের মূল্যবান সম্পদ বিক্রি করে তিনি তার খামারের জন্য পুঁজি সংগ্রহ করেছিলেন। কিন্তু হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় মুহূর্তেই তার সব স্বপ্ন ভেঙে গেছে। তিনি বলেন,

“আমি খামার করে আমার পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে চেয়েছিলাম। কিন্তু পাহাড়ের কুকুরগুলো আমাকে সর্বস্বান্ত করে দিয়েছে। এখন আমি পুরোপুরি নিঃস্ব।”

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা ভয়াবহভাবে বেড়ে গেছে। কুকুরগুলো শুধু খামারে নয়, মাঝে মাঝে শিশু ও পথচারীদেরও আতঙ্কের মধ্যে ফেলছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে কুকুর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে মহালছড়ি উপজেলা প্রাণিসম্পদ (সম্প্রসারণ) দপ্তরের উপ-সহকারী কর্মকর্তা সমর জ্যোতি চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,

“কুকুর নিয়ন্ত্রণ বা নিধনের জন্য তাদের কোনো অনুমতি নেই, তবে প্রাণী রক্ষণাবেক্ষণে তারা সার্বিক সহযোগিতায় প্রস্তুত।”

মহালছড়ি উপজেলা সহকারী কমিশনার মোঃ সালেহ্ আহম্মেদ জানান,

“ঘটনাটি আমরা জেনেছি। প্রাণিসম্পদ বিভাগের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে।”

এদিকে স্থানীয় উদ্যোক্তারা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে হতে পারে। তাই তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

মহালছড়ি নিয়ে আরও…

Khagrachari plus ads