khagrachari Plus
খাগড়াছড়িসোমবার , ২১ এপ্রিল ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

মহালছড়িতে বিশেষ অভিযানে যুবলীগ সভাপতি আজিজ গ্রেফতার

শফিক ইসলাম
২১ এপ্রিল ২০২৫, ১১:১০ অপরাহ্ণ ৪৩৩ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পাকিজাছড়ি এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আব্দুল আজিজ (৪৮) কে গ্রেফতার করেছে মহালছড়ি থানা পুলিশ।

আজ সোমবার (২১ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আব্দুল আজিজ তমিজ উদ্দিনের ছেলে এবং মাইসছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তার বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয় ও সরঞ্জাম ভাঙচুরসহ একাধিক অভিযোগ রয়েছে।

এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান,

“গ্রেফতারকৃত ব্যক্তি মাইসছড়ি এলাকায় দোকানঘর দখল এবং অগ্নিসংযোগ মামলার আসামি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অবশেষে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।”

আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

রাজনীতি নিয়ে আরও…

Khagrachari plus ads