khagrachari Plus
খাগড়াছড়িসোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

মাটিরাঙ্গা ইসলামিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড, সব পুড়ে ছাই

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
১০ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৫৩ অপরাহ্ণ ৩৭৭ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার ঠিক আগে মাদ্রাসায় আগুন লাগে, যা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুনে মাদ্রাসার আসবাবপত্র, শিক্ষার্থীদের পোশাক, প্রয়োজনীয় বইপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. হারুন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি জানান, এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক জাহান এবং মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম।

মাদ্রাসার অধ্যক্ষ সলিমুল্লাহ জানান, ভয়াবহ আগুনে প্রতিষ্ঠানটির শিক্ষাসামগ্রী ও আসবাবপত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সম্পূর্ণ হিসাব নির্ধারণ করা সম্ভব হয়নি।

মাটিরাঙ্গা নিয়ে আরও…

Khagrachari plus ads