khagrachari Plus
খাগড়াছড়িবুধবার , ২২ অক্টোবর ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ির মাটিরাঙায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই অভিযুক্ত গ্রেপ্তার

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
২২ অক্টোবর ২০২৫, ১০:২০ অপরাহ্ণ ২৪৮ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা এলাকায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে স্থানীয়রা রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও ডেটল বাবু (১৭)কে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। তবে মামলায় জড়িত আরও দুই যুবক- সুমন বিকাশ ত্রিপুরা (১৮) ও রিমন ত্রিপুরা (২২) এখনো পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ অক্টোবর রাতে কিশোরীটি আত্মীয়ের সঙ্গে অযোদ্ধা কালি মন্দিরে পূজা দেখতে গিয়েছিলেন। পূজা শেষে ফেরার পথে চার অভিযুক্ত তাকে কথা বলার জন্য ডেকে নিয়ে একান্তে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে।

প্রাথমিকভাবে স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা করা হলেও ব্যর্থ হওয়ায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান,

“ভিকটিম বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। আটক দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার আইনগত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।”

এ ঘটনায় এলাকার মানুষ গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয়রা দ্রুত পলাতক আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

Khagrachari plus ads