khagrachari Plus
খাগড়াছড়িবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি বিতরণ

রমজান আলী জিসান
২১ আগস্ট ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ ১৭০ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ির লক্ষীছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ভর্তি সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অনিময় চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেতু কুমার বড়ুয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রণব কুমার পোদ্দার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদার, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মনোবল বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও সহায়তা প্রদান করলে তারা আরও আত্মবিশ্বাসী হয়ে সামনে এগিয়ে যেতে পারবে। জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়।

আয়োজকদের মতে, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও ভর্তি সহায়তার মাধ্যমে তরুণ প্রজন্মকে শিক্ষায় আরও মনোযোগী ও অনুপ্রাণিত করে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

Khagrachari plus ads