খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও চিকিৎসকদের জন্য নির্ধারিত স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে ছয়টি ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে বোয়ালখালী নতুন বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ও ৫১ ধারায় প্রতিটি ফার্মেসিকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ করা হয় মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং চিকিৎসকদের জন্য নির্ধারিত ফিজিশিয়ান স্যাম্পল।
অভিযান শেষে ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন,
“জনগণের স্বাস্থ্যের সাথে জড়িত বিষয়ে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না। অসাধু উপায়ে ব্যবসা করলে আইনের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে মালিকদের সতর্ক করা হয়েছে, তবে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে সময়োপযোগী বলে মন্তব্য করে নিয়মিত এ ধরনের অভিযান চালানোর দাবি জানিয়েছেন।