khagrachari Plus
খাগড়াছড়িসোমবার , ২১ অক্টোবর ২০২৪
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খাগড়াছড়িতে

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
২১ অক্টোবর ২০২৪, ৯:৩৪ অপরাহ্ণ ৪৯৬ জন পড়েছেন
Link Copied!

“ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল, ক্রীড়া নিয়ে এগিয়ে চল” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে মাসব্যাপী বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১অক্টোবর) বিকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাঁশরী ফুটবল টুর্নামেন্ট’র আহ্বায়ক তুহিন কুমার দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া

উদ্বোধনকালে প্রধান অতিথি’র বক্তব্যে সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, খেলাধুলা জাতির প্রাণ। এ অঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদকসেবি তৈরি হবেনা। দেশে সন্ত্রাস, মাদকের ব্যবহার বাড়ার পেছনে ক্রীড়া ও সংস্কৃতিকে আড়ালে রাখাই দায়ী। যুবক ও কিশোরদের মাঠে ফেরানো গেলেই পাহাড়ে সম্প্রীতি ফিরিয়ে আনা সম্ভব। বিএনপি ক্ষমতায় আসলে খেলাধুলাকে সর্বোচ্চ প্রাধান্য দেয়ার আশ্বাস দেন তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় সম্প্রীতি একাদশ বনাম মানিকছড়ি এফসি রেঞ্জার্স দুটি দল অংশ নেন। উদ্বোধনী খেলায় গোলশূন্য ড্র হয়। সম্প্রীতি একাদশ শূন্য ও মানিকছড়ি এফসি রেঞ্জার্স শূন্য।

মাসব্যাপী বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলা থেকে ২০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। এ ফুটবল টুর্নামেন্টটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হবে বলে জানান আয়োজক কমিটি ও সংশ্লিষ্টরা।

খেলা নিয়ে আরও পড়ুন…

Khagrachari plus ads