খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা। রবিবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এ খেলায় উত্তেজনাপূর্ণ লড়াইয়ে জুমফুল একাদশ, জুর্গাছড়ি ২-০ গোলে শিলছড়ি পাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনালে জয়ী দলের রোহিত চাকমা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং সুবোধ চাকমা সেরা গোলরক্ষকের স্বীকৃতি পান। গত ৯ জুলাই উপজেলার ৩২টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হওয়া এ প্রতিযোগিতা এক মাসের বেশি সময় ধরে চলে।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সেটু কুমার বড়ুয়া। তিনি তার বক্তব্যে বলেন,
“যুব সমাজ ও শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাই শিক্ষার পাশাপাশি সবাইকে খেলাধুলায় মনোযোগী হতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অনিময় চাকমা, লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মো. খালেদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ফোরকান হাওলাদার, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল ম্যাচ ঘিরে উপজেলা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হাজারো দর্শক খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ যোগান। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।