khagrachari Plus
খাগড়াছড়িসোমবার , ৬ জানুয়ারি ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

গাছবান ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন কুমারধন পাড়া একাদশ

নিজস্ব প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৫, ৬:১৪ অপরাহ্ণ ৫৬৯ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ি জেলার গাছবান কিলোমিটার মাঠে গাছবান সচেতন যুব সমাজের উদ্যোগে প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (০৬ জানুয়ারি) বিকালে ফাইনাল ম্যাচে বাওড়া একাদশকে ৩৬ রানে হারিয়ে কুমারধন পাড়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

দুই সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টে মোট ১৭টি দল অংশ নেয়। সেখান থেকে সেরা দুই দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

ফাইনালে উশ্যেপ্রু মারমা দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন।

আলোচনা সভায় প্রধান অতিথি জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা বলেন,

“ক্রিকেট হচ্ছে ইংরেজি শব্দ। ক্রিকেটের বাংলা হচ্ছে ঝি ঝি পোকা। আমরা আকাশের দিকে তাকালে ঝিলমিল ঝিলমিল করে এদিকে ওদিকে ছোটাছুটি করে থাকে। তাই বাংলায় এই খেলাকে আমরা ঝি ঝি পোকার সাথে তুলনা করা হয়। ব্যাটে বল লাগলে বল যেদিকে যাবে, সেই দিকেই খেলোয়ারেরা আটকানোর জন্য দৌঁড় দেয়। ক্রিকেট খেলাকে রাজাদের খেলাও বলা হয়ে থাকে। বর্তমানে এই রকম খেলা আয়োজন অত্যন্ত প্রয়োজন। এ খেলার আয়োজনের কারণে এলাকায় শৃঙ্খলার সুঘ্রাণ পাচ্ছে।”

চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে প্রাইজমানি ও পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজনটি শেষ হয়।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা, ইউপি সদস্য শ্যামল কান্তি ত্রিপুরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খেলা নিয়ে আরও…

Khagrachari plus ads