khagrachari Plus
খাগড়াছড়িবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে আধুনিক ক্রিকেট টার্ফ নির্মাণে উদ্যোগ নেবে বিসিবি: আসিফ আকবর

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
০৬ নভেম্বর ২০২৫, ১১:২৪ অপরাহ্ণ ১৪৪ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়িতে গড়ে তোলা হবে আধুনিক মানের ক্রিকেট টার্ফ- এমন আশাব্যঞ্জক ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। তিনি বলেন,

“খাগড়াছড়ির ক্রিকেটকে এগিয়ে নিতে বিসিবির থাকবে আলাদা নজর। মেয়েদের ক্রিকেটের উন্নয়নে কোনো কার্পণ্য করা হবে না।”

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়াম পরিদর্শনকালে আসিফ আকবর স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জেলার ক্রিকেট অবকাঠামো, খেলোয়াড়দের প্রশিক্ষণব্যবস্থা এবং সুযোগ-সুবিধার দিকগুলো ঘুরে দেখেন ও পর্যালোচনা করেন।

আসিফ আকবর বলেন,

“পার্বত্য চট্টগ্রামের মেয়েদের ক্রিকেটে অংশগ্রহণ বাড়াতে বিসিবি বিশেষভাবে কাজ করবে। এখানকার সম্ভাবনাময় ক্রিকেটারদের অনুপ্রেরণা ও সুযোগ দিতে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।”

বিসিবির এই পরিচালক আরও জানান, খাগড়াছড়ির ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে তিনি নিজে একটি বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করবেন। তাঁর ভাষায়, “পার্বত্য চট্টগ্রামের ক্রিকেট একদিন বাংলাদেশের নেতৃত্ব দিতে সক্ষম হবে।”

তিনি আরও বলেন,

“আমার মাঠ পর্যায়ের কাজের শুরুই হবে পার্বত্য চট্টগ্রাম থেকে, যা আমার পূর্ব প্রতিশ্রুতিরই ধারাবাহিকতা।”

সফরের সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম, বিসিবির কাউন্সিলর আনিসুল আলম আনিক, অ্যাডহক কমিটির সদস্য শাহরিয়ার ইউনুসসহ জেলার ক্রীড়া অঙ্গনের অন্যান্য সদস্যরা।

খাগড়াছড়ির ক্রিকেট নিয়ে বিসিবি পরিচালকের এই ইতিবাচক বার্তা স্থানীয় ক্রিকেটারদের মধ্যে নতুন আশার সঞ্চার ঘটিয়েছে। জেলার তরুণ ক্রিকেটপ্রেমীদের চোখে এখন নতুন সম্ভাবনার আলো।

Khagrachari plus ads
খেলাধুলা সর্বশেষ