Advertisement
khagrachari Plus
খাগড়াছড়িবুধবার , ১ জানুয়ারি ২০২৫
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
০১ জানুয়ারি ২০২৫, ৫:৩৫ অপরাহ্ণ ৩৩৫ জন পড়েছেন
Link Copied!

সারাদেশের মতো খাগড়াছড়িতেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিশাল ছাত্র সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথীসহ জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Khagrachari plus ads
রাজনীতি সর্বশেষ