দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের খাগড়াছড়ি জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় শহরের মহাজনপাড়া এলাকার এফএনএফ কমিউনিটি সেন্টারে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরীস নদভী এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশিরুল্লাহ। কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ক্বারী ওসমান গনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা কমিটি গঠন করা হয়।
নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি হয়েছেন মাওলানা ক্বারী ওসমান গনী, সাধারণ সম্পাদক শামীম হোসাইন ফারুকী এবং সাংগঠনিক সম্পাদক জামাল হাসান।
তবে কমিটি ঘোষণার পরপরই সংগঠনের ভেতরে বিরোধ দেখা দেয়। কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ হেলাল উদ্দিনসহ কয়েকজন নেতাকর্মী সংবাদ সম্মেলন করে নবগঠিত কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। তাদের অভিযোগ, নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের কথা থাকলেও সিলেকশন পদ্ধতিতে তথাকথিত ‘পকেট কমিটি’ তৈরি করা হয়েছে এবং অধিকাংশ সদস্য খাগড়াছড়ি সদর এলাকার বাসিন্দা নন।
সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, পাহাড়ের ভূমি সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান আনতে এই কমিটি সক্ষম হবে না। “নির্বাচনের মাধ্যমে আমরা যদি পরাজিতও হতাম, তা মেনে নিতাম; কিন্তু এইভাবে গঠিত কমিটি গ্রহণযোগ্য নয়”—মন্তব্য করেন তারা।