ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামি জেলা শাখার উদ্যোগে বড় ধরনের গণমিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় চেঙ্গী স্কয়ার থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়। মিছিল শেষে একই স্থানে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমান। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুর ছাত্তার। এছাড়া জামায়াতের ২৯৮ নং আসনের প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, সদর উপজেলা জামায়াতের আমির মো. ইলিয়াছ এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “দেশে চলমান অন্যায়, দুর্নীতি, দমন-পীড়ন ও স্বাধীনতার হরণের বিরুদ্ধে আপামর জনসাধারণ একত্রিত হয়ে জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। এই বিপ্লবের মূল চেতনা হলো বৈষম্যহীন, দূর্ণীতিমুক্ত, ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ গঠন করা।”
তারা আরও বলেন, “আমরা আগামি জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে নিয়ে একটি ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করবো, যেখানে ইসলামী মূল্যবোধ ও ন্যায্যতা নিশ্চিত করা হবে।”
আয়োজকরা এই অনুষ্ঠানের মাধ্যমে গণঅভ্যুত্থানের আদর্শকে পুনর্জাগরণ করে দেশব্যাপী ন্যায্যতা ও সামাজিক সুস্থতা প্রতিষ্ঠার জন্য জনসাধারণের একাত্মতা কামনা করেন।