প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২১ এপ্রিল) সকালে খাগড়াছড়ি গেইট এলাকায় সরকারি কলেজের সামনে এ কর্মসূচির আয়োজন করে খাগড়াছড়ি জেলা ছাত্রদল। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পারভেজ হত্যাকাণ্ড একটি পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা। তারা দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাই এ হত্যাকাণ্ডের সাথে জড়িত। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে একজন মেধাবী শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশিকুর রহমান আশিক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন। বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক।
উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ছাত্রদল নেতা নুরশাদ হোসেন বাপ্পি, সহ-সভাপতি উজ্জ্বল কান্তি দে, বাচ্চু আহমেদ, সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা, দপ্তর সম্পাদক বাপ্পি দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল দেওয়ান, ছাত্রদল নেতা আরিফ মোহাম্মদ জাহিদ, সদর পৌর ছাত্রদলের আহ্বায়ক নাইম ইসলাম, সদস্য সচিব মমিনুল ইসলাম, সরকারি কলেজের শিক্ষার্থী জাকির হোসেন জিকু, মো. মাসুদ, মো. রফিক ও মো. জিসান প্রমুখ।
মানববন্ধন চলাকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করে প্রতিবাদ জানান।
রাজনীতি নিয়ে আরও…

