তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়ি সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় পানছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন। সভাপতিত্ব করেন পানছড়ি সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল আলম।
সভায় স্বাগত বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন। এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ, সহ-সভাপতি মো. নুরুল কায়েস শিমুল, যুগ্ম সম্পাদক মো. আ. রহিম, দপ্তর সম্পাদক মো. সোলায়মান এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মহরম আলী।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের অগ্রনায়ক ওয়াদুদ ভূঁইয়াকে বিজয়ী করতে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, ওয়াদুদ ভূঁইয়া পাহাড়ি-বাঙালির উন্নয়নের একমাত্র বিকল্প। তার নেতৃত্বে পার্বত্য অঞ্চলে উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের অপপ্রচার ও চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
উপস্থিত নেতৃবৃন্দ দলের স্বার্থে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
রাজনীতি নিয়ে আরও…