খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান আকস্মিকভাবে খাগড়াছড়ি সদরস্থ বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালিত পর্যটন মোটেল পরিদর্শন করেছেন। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে তিনি এই পরিদর্শনে যান এবং মোটেলের প্রতিটি কক্ষ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে চরম অব্যবস্থাপনার বিষয়টি সামনে আসে। তিনি এই অবস্থার জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেন। উল্লেখ্য, বাংলাদেশ পর্যটন করপোরেশন একটি বাণিজ্যিক সংস্থা হলেও খাগড়াছড়ি পর্যটন মোটেল গত ছয় মাসে প্রায় ৫০ লাখ টাকা লোকসান গুনেছে। অন্যদিকে, জেলার বেসরকারি হোটেল-মোটেলগুলো নিয়মিত লাভ করলেও পর্যটন মোটেল অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, কর্তৃপক্ষের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণে একসময় নান্দনিক পরিবেশবান্ধব পর্যটন মোটেলটি আজ সৌন্দর্য হারিয়েছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকেরা বেসরকারি হোটেল-মোটেলে ভিড় জমাচ্ছেন।
ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান পর্যটন মোটেলের এই অবস্থা দেখে বিস্ময় প্রকাশ করেন এবং দ্রুত এটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সঙ্গে আলোচনা করবেন বলে জানান। তিনি বলেন,
“খাগড়াছড়ি পর্যটন মোটেলকে আগের মতো নান্দনিক ও লাভজনক করতে হবে। পর্যটকদের জন্য এটি আকর্ষণীয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।”
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিএসও-২ মেজর মো. জাবির সোবহান মিয়াদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংগঠনিক সম্পাদক দিদারুর আলম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।