আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী খাগড়াছড়ি পার্বত্য জেলার কৃতি ফুটবল খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৮ ডিসেম্বর) খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
সভায় জানানো হয়, আসন্ন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে খাগড়াছড়ি পৌর টাউন হলে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে, যাতে শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং জেলার বিভিন্ন স্তরের ফুটবল খেলোয়াড়রা অংশগ্রহণ করবে। এই র্যালি শহর প্রদক্ষিণ করবে এবং এর আগে শহরে ব্যাপক প্রচারণা, সাজসজ্জা, কৃতি খেলোয়াড়দের অভিভাবকদের আমন্ত্রণ এবং তাদের সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি, খেলোয়াড়দের প্রাইজমানি এবং স্বারক প্রদান সহ খসড়া বাজেট তৈরির বিষয়েও আলোচনা হয়।
এদিন অনুষ্ঠানে অনুর্ধ্ব-১৯সাফ উইমেন্স চ্যাম্পিয়নশীপে বিজয়ী প্রমিলা খেলোয়ার লক্ষীছড়ির মেয়ে মনিকা চাকমা, সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপে টুর্নামেন্টের সেরা গোলকিপার মাটিরাঙ্গার আসিফ মাহমুদ ভূঁইয়া, কৃতি গোলকিপার মানিকছড়ির মেরি আইরিশ প্রাভেন্স ত্রিপুরা,সাফ অনুর্ধ্ব-১৬ উইমেন্স চ্যাম্পিয়নশীপে কৃতি ফুটবলার খাগড়াছড়ি সদরের ক্রানুচিং মারমা, সাউথ এশিয়ান ইয়ুথ স্কুল ফুটসাল কাপ চ্যাম্পিয়ন খাগড়াছড়ি সদরের কিতিং ত্রিপুরা,মাসাংয়ো মারমা, লিসা ত্রিপুরা, পাইনুছিং মারমা, মাটিরাঙ্গার সূচিমিতা ত্রিপুরা ও সাউথ এশিয়ান ইয়ুথ স্কুল ফুটসাল কাপ চ্যাম্পিয়ন দলের দলের কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা-কে সংবর্ধনা প্রদান করা হবে।
সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম (সোনিয়া), জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট মনজিলা সুলতানা, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মো: আরিফুর রহমান, বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ.কে.এম দিদারুল আলমসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।