khagrachari Plus
খাগড়াছড়িরবিবার , ২০ অক্টোবর ২০২৪
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

বিনামূল্যে সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষণ | ৪ মাসের কোর্স

নিজস্ব প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৪, ৯:৪৬ পূর্বাহ্ণ ২৫৪৪ জন পড়েছেন
Link Copied!

প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তিঃ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা কার্যালয়ে (কেন্দ্রীয় মারমা উন্নয়ন সংসদ ভবন, ১ম তলা, পানখাইয়া পাড়া) মহিলাদের দক্ষতা বৃদ্ধি ও আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে “সেলাই ও এমব্রয়ডারি” ট্রেড প্রশিক্ষণ এর আওতায় ৪ মাস মেয়াদী নিম্নোক্ত ট্রেডে ২০২৪-২০২৫ অর্থ বৎসরে (২য় সেশন) ৩৮তম ব্যাচে শুধুমাত্র মহিলা প্রশিক্ষণার্থী ভর্তির জন্য দরখাস্থ আহবান করা যাইতেছে।

নং ট্রেডের নাম আসন সংখ্যা শর্তাবলী
০১ সেলাই ও এমব্রয়ডারি সেশন-২য়
(নভে,২০২৪-ফেব্রু২০২৫)
সকাল শিফট: ১৫ জন
বিকাল শিফট: ১৫ জন
মোট: ৩০ জন
১। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ২ কপি
২। শিক্ষাগত যোগ্যতাঃ সনদ (কমপক্ষে ৮ম শ্রেণী)
৩। বয়স: ২০-৪০ বছর
৪। আবেদনকারীর NID সনদ
৫। পিতা ও মাতার NID সনদ
৬। আবেদনকারীর ইউপি/পৌর সনদ
৭। আবেদনকারীর নামে রেজি: করা মোবাইল নাম্বার

Khagrahcari Plus ad

ভর্তি বিজ্ঞপ্তি নির্দেশাবলীঃ

১. আগ্রহী প্রার্থীদেরকে জেলা কার্যালয় হতে আবেদন ফরম সংগ্রহ পূর্বক আগামী ২২/১০/২০২৪ ইং তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন ফরম পূরণ পূর্বক অফিস চলাকালীন সময়ের মধ্যে জমা দিতে হবে।

২. নির্ধারিত তারিখের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না।

৩. প্রয়োজনে কল করুন: ০১৫৫০৬০৫০১০

৪. ভর্তিকৃত প্রশিক্ষণার্থীদেরকে বিধি মোতাবেক প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে।

প্রশিক্ষণ নিয়ে আরও পড়ুন…

Khagrachari plus ads