khagrachari Plus
খাগড়াছড়িবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে, খাগড়াছড়িতে সাংবাদিকদের প্রশিক্ষণ শুরু

আরিফুল ইসলাম মহিন
১৪ জানুয়ারি ২০২৬, ৪:০২ অপরাহ্ণ ১০৯ জন পড়েছেন
Link Copied!

আসন্ন গণভোট ২০২৬ ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতার ওপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

“গণভোট ২০২৬ সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে” প্রতিপাদ্যে আয়োজিত এ প্রশিক্ষণের আয়োজন করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও খাগড়াছড়ি প্রেসক্লাব। কার্যক্রমে সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন,

“নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের দায়িত্বশীল, নিরপেক্ষ ও যাচাই-ভিত্তিক সংবাদ প্রকাশ অত্যন্ত জরুরি। সঠিক তথ্য গণতন্ত্রকে আরও শক্তিশালী করে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবি’র পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। এছাড়াও পিআইবি পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ার এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন ঢাকা মেইল অনলাইনের নির্বাহী সম্পাদক হারুন জামিল, পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. হুমায়ুন কবীর।

দুই দিনব্যাপী এ কর্মসূচিতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৫৫ থেকে ৬৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে নির্বাচনী আচরণবিধি, গুজব প্রতিরোধ, তথ্য যাচাই, নিরপেক্ষ প্রতিবেদন রচনা ও নির্বাচনকালীন চ্যালেঞ্জসহ পেশাগত নানা দিক তুলে ধরা হচ্ছে।

Khagrachari plus ads