খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট ২০২৫) সকাল ৯টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনতোষ চাকমার সার্বিক তত্ত্বাবধানে কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হাফেজ উদ্দিন, ডা. তাপস সাহা এবং ডা. রাজেশ দেব।
দিনব্যাপী এই কর্মশালায় স্বাস্থ্য ইন্সপেক্টর, স্বাস্থ্য সহকারী, এফডব্লিউবি, এফডব্লিউএ, এফবিআই, সিএসসিপি ও কমিউনিটি স্বাস্থ্য সহকারীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় জানানো হয়, আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৮ দিনব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হবে। প্রথম ১০ দিন বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে এবং পরবর্তী ৮ দিন পাড়া-মহল্লাভিত্তিক কমিউনিটি ক্লিনিকগুলোতে এই টিকাদান কার্যক্রম চলবে।