Advertisement
khagrachari Plus
খাগড়াছড়িবৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

পার্কহিল ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে নিয়োগ বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৪, ৪:৪১ অপরাহ্ণ ৭৩৮ জন পড়েছেন
Link Copied!

নিয়োগ বিজ্ঞপ্তি

খাগড়াছড়িতে এই প্রথম সম্পূর্ণ অটোমেশন (স্বয়ংক্রিয়) পদ্ধতিতে রোগ নির্ণয় এর ব্যবস্থাসহ বিশ্বমানের স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে পার্ক হিল ক্লিনিক্যাল ল্যাবরেটরি। নিম্নোক্ত শূন্যপদে লোক নিয়োগ করা হবে।

➲ রিসিপশনিস্ট

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা:

স্নাতক/স্নাতক সমমান ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। (বেতন আলোচনা সাপেক্ষে)। কম্পিউটার জানা আবশ্যক।

➲ অফিস সহকারী

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা:

ন্যূনতম এইচএসসি এবং অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য (বেতন আলোচনা সাপেক্ষে)।

Khagrahcari Plus ad

প্রয়োজনীয় কাগজপত্র:

  • প্রার্থীদের পূর্ণ জীবন-বৃত্তান্ত,
  • ২ কপি পাসপোর্ট সাইজ ছবি,
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি,
  • শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের ফটোকপি,
  • যোগাযোগের মোবাইল নম্বরসহ

আগামী ১০/১০/২০২৪ ইংরেজি তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় ব্যবস্থাপনা পরিচালকের বরাবরে আবেদন করার অনুরোধ রইল। খামের উপরেই আবেদনকৃত পদদের নাম উল্লেখ করতে হবে।

পার্ক হিল ক্লিনিক্যাল ল্যাবরেটরি
আরামবাগ (নারিকেল বাগান), কলেজ রোড, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
হট লাইন: ০১৮৬০৬১২১২১, ০১৮৬০৬১২৩২৩

বিশেষ দ্রষ্টব্য: সুপারিশকৃত ব্যাক্তি নিয়োগে অযোগ্য বলে বিবেচিত হবে।

Khagrachari plus ads